Principal Corner

 
 
 
 
 
 

EIIN Number

 
 
 
 
 

Contact Number

 
 
 
 
 

অভিভাবকের উদ্দেশে কিছু কথা

 

 


অভিভাবকের উদ্দেশে কিছু কথা:


শিক্ষাবছরের শুরুতেই আপনার সন্তান কলেজে ভর্তি হবে। সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করবেন এ নিয়ে হয়তো টেনশনে আপনার রাতের ঘুম হারাম। কারণ সবদিক দিয়ে বিবেচনা করলে দেখা যাবে যে, শিশুদের কলেজে পাঠানোর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে ব্যর্থ হলে আপনার সন্তানের শিক্ষা জীবনের শক্ত একটি ভিত্তি প্রস্তুত করতে ব্যর্থ হবেন। সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে যে সব বিষয়ের প্রতি নজর দেবেন তা হল:

 

১.   আপনি কি চান স্বল্প পরিসরে ছোট শিক্ষা প্রতিষ্ঠান, নাকি বেশি সুবিধা আছে এমন বড় শিক্ষা প্রতিষ্ঠান?

২.   কলেজের নিয়মাবলি জানা একান্ত আবশ্যক। প্রয়োজনে নিজে গিয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলতে পারেন।

৩.   কলেজ সম্পর্কে কোনো কিছু জানতে দ্বিধা করবেন না। কলেজ সম্পর্কে যে কোনো প্রশ্ন করার অধিকার আপনার আছে।

৪.   কলেজের শিক্ষকবৃন্দ আপনার প্রশ্নোত্তর কীভাবে দিচ্ছে তা মনোযোগ সহকারে লক্ষ্য করুন। কথাবার্তা, আচার-আচরণে কোনো কপটতা আছে কিনা তা খেয়াল করুন।

৫.   প্রত্যেক ক্লাসে শিক্ষার্থী সংখ্যা কত, তা আপনাকে জানতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রতি শাখাতে ছাত্র-ছাত্রী ৩০ থেকে ৩৫-এর ঊর্ধ্বে হলে আপনার সন্তান শিক্ষালাভের উপযোগী পরিবেশ পাবে না।

৬.   এবার মনোযোগ দিন প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলার দিকে। কেননা এখান থেকেই আপনার সন্তান বিভিন্ন মানবীয় গুণাবলি অর্জন করবে।

৭.   শ্রেণিকক্ষগুলোর পরিসর আপনাকে অবশ্যই দেখতে হবে। সেখানে আপনার সন্তান কি শ্রেণিকক্ষে স্বাচ্ছন্দ্যে বসবে, নাকি গাদাগাদি করে বসবে?

৮.   আপনি যে ধর্মবিশ্বাস বা সংস্কার মেনে চলেন, আপনার সন্তানের কলেজ তা বিশ্বাস করে কি না।

৯.   যে কোন সময় আপনার সন্তান বা আপনি আপনার মনের কথা বা অভাব-অভিযোগের কথা কর্তৃপক্ষকে অনায়াসে জানাতে পারেন কি না।

১০.  বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া যে কোনো সময় কলেজ কর্তৃপক্ষ আপনাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানায় কি না।

১১.  কলেজের যাতায়াতে নিজস্ব কোনো যানবাহন আছে কি না।

১২.   আপনার সন্তানের সফলতা নির্ভর করবে অনেকটা শিক্ষক-শিক্ষিকার ধ্যান-ধারণার উপর।

১৩.  মনে রাখবেন, কোনো কলেজ সবদিক থেকে শ্রেষ্ঠ হতে পারে না। তবে উপরোল্লিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো  কতটা বিদ্যমান তা আলোচনা করুন।

১৪.  কলেজ নির্বাচনের ব্যাপারে বুঝে-শুনে সিদ্ধান্ত নিন। দেখুন পড়াশোনার পদ্ধতি, শিক্ষা প্রতিষ্ঠান বাসা থেকে কত দূরে, যাতায়াত ব্যবস্থা কেমন ইত্যাদি।

১৫.  ‘মহানগর আইডিয়াল কলেজ আপনার সন্তানকে সঠিকভাবে বিকশিত হতে, সঠিক পরিবেশ প্রদান করতে এবং অন্যান্য চাহিদা পূরণে সম্পূর্ণ সক্ষম।