Principal Corner

 
 
 
 
 
 

EIIN Number

 
 
 
 
 

Contact Number

 
 
 
 
 

শিক্ষা সহায়ক কার্যক্রম

 

 



শিক্ষা সহায়ক কার্যক্রম

 

শুধু টেক্সট্ বই পড়ে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না এজন্য পাঠ্যপুস্তক পাঠের পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজে অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রীদের জন্য অত্যাবশ্যক কাজেই ঢাকা আইডিয়াল কলেজ নিম্নবর্ণিত শিক্ষাসহায়ক কার্যক্রমের প্রতিশ্রুতি দিচ্ছে

 

.       বিভিন্ন জাতীয় দিবসগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎযাপন

.       বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ

.      সাধারণ জ্ঞান চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থাকরণ

.       বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা করা

.      বিভিন্ন সৃজনশীল কাজে উৎসাহ প্রদান

.      বাৎসরিক বিজ্ঞান মেলার ব্যবস্থাকরণ

.       নিয়মিত দেয়ালিকা প্রকাশ

.      স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনাকরণ

 

সাহিত্য-সংস্কৃতি

 

ঢাকা আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে মূল শিক্ষার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে এতে দেয়ালিকা, স্মরণিকা, ম্যাগাজিন, সাময়িকী, বিতর্ক প্রতিযোগিতা, সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা, হাম্দ-না, দেশের গান, আবৃত্তি কুরআন তেলাওয়াত অনুশীলন এবং বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়

 

 

বার্ষিক শিক্ষাসফর, বনভোজন ক্রীড়া

 

কলেজ থেকে সকল শিক্ষার্থীর শিক্ষাসফর বনভোজনের বিশেষ ব্যবস্থা রয়েছে এজন্য ইচ্ছুক শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমাদানের মাধ্যমে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে এছাড়াও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক সপ্তাহ উৎযাপন করা হয়ে থাকে