 বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রধান উপদেষ্টার বাণী
“পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন” — মহান রাব্বুল আল আমীনের এই শাশ্বত নির্দেশনা থেকেই গড়ে উঠেছে ঢাকা আইডিয়াল কলেজ, তেজগাঁও (EIIN: 137676, School Code: 1426 & College Code: 1214)। ঢাকা শিক্ষা বোর্ড অনুমোদিত এই কলেজে বাংলা ভার্সনের পাশাপাশি উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইংরেজি ভার্সনও চালু রয়েছে।
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি শূন্য ও অসহায় অবস্থায় পড়ে থাকে। একজন শিক্ষক হলেন জাতির কর্ণধার, আর শিক্ষার্থীরাই হলো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণশক্তি। অপরদিকে, সচেতন অভিভাবক সেই প্রতিষ্ঠানের চালিকাশক্তি। তাই শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকের মধ্যে সুসম্পর্ক থাকা অত্যন্ত জরুরি।
নাখালপাড়া, লিচুবাগান, শাহিনবাগ, তেজকুনিপাড়া, কুনিপাড়া এবং আশপাশের এলাকার সচেতন অভিভাবকদের সহযোগিতায় এ অঞ্চলে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয়েছে। কারণ আমাদের সাথে আছেন একদল নিবেদিতপ্রাণ ও কর্মনিষ্ঠ শিক্ষক-শিক্ষিকা। বিশ্বাসের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে আমাদের এই স্বপ্নের প্রতিষ্ঠান — ঢাকা আইডিয়াল কলেজ, তেজগাঁও।
আমরা বিশ্বাস করি, এখানকার শিক্ষার্থীরা সৎ, আদর্শবান ও মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেবে। জ্ঞানী-গুণী, অভিভাবক এবং সুধীজনের সহযোগিতা পেলে, ইনশাআল্লাহ, ঢাকা আইডিয়াল কলেজ, তেজগাঁও দেশের একটি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
আমরা আশা করি, এই পথচলায় আপনাদের সক্রিয় সহযোগিতা ও অংশীদারিত্ব অব্যাহত থাকবে। আমিন।
|