![]() ভর্তির আবেদনের নিয়ম
১. ভর্তির জন্য এসএমএস করার তারিখ: ০৯ মে - ২৬ মে পর্যন্ত (বিস্তারিত
সময়সূচি ভর্তির নির্দেশনায় দেয়া আছে)
২. এসএমএস করার পদ্ধতি: শুধুমাত্র টেলিটক প্রি-পেইড
মোবাইল থেকে Message অপশনে গিয়ে CAD <space> 134579 <space> গ্রুপের
নামের প্রথম দুই অক্ষর [বিজ্ঞান SC, ব্যবসায় শিক্ষা BS, মানবিক HU] <space> এসএসসি/ সমমান
পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> এসএসসি/সমমান পরীক্ষা পাসের
রোল নম্বর <space> ২০১৭ <space> এসএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর <space>
কলেজের শিফট না থাকায় N <space> বাংলা ভার্সন বোঝাতে B লিখে Send
করতে হবে 16222 নম্বরে।
৩. ফিরতি এসএমএস করার পদ্ধতি: ফিরতি এসএমএস পাওয়ার পর Message অপশনে গিয়ে CAD <space> Yes <space> PIN <space> Contact Number [নিজের ব্যবহৃত যে কোন নম্বর] লিখে Send করবেন ১৬২২২ নম্বরে। [Contact Number টি অবশ্য শিক্ষার্থীর
নিজের অথবা অভিভাবকের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত মোবাইল নম্বর হতে হবে।] Send করতে হবে 16222 নম্বরে।
৪. এসএমএস ফি: ১২০ টাকা (বোর্ড কর্তৃক নির্ধারিত)।
৫. ওয়েবসাইট: www.xiclassadmission.gov.bd
কলেজে অবস্থিত HELP DESK থেকেও এসএমএস করা যাবে। |